এতদ্বারা, অত্র মাদরাসার ছাত্রদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, চলতি শিক্ষাবর্ষ ১৪৪৬-৪৭ হিজরি/ ২০২৫-২৬ ইং এর দ্বিতীয় সাময়িক পরীক্ষা নিম্নে তারিখ অনুযায়ী অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ্ !
- পরীক্ষা 09 ই নভেম্বর রবিবার থেকে শুরু হয়ে, ১3 ই নভেম্বর বৃহঃবার পর্যন্ত চলবে ইনশাআল্লাহ
- সকল প্রকার পাওনাদি ও পরীক্ষার ফি পরিশোধ করে, উস্তাদ থেকে প্রবেশ পত্র ও অফিস থেকে গেট পাস সংগ্রহ করতে হবে। বন্ধের দিন অব্শ্যই-গেট পাস দেখিয়ে বের হওয়ার জন্য অনুমতি নিতে হবে।
- সকল অভিভাবক বৃন্দকে বেতন সহ সকল পাওনাদি পরিশোধ করার জন্য তাগিদ জানানো যাচ্ছে।
- পরীক্ষায় ভালো ফলাফলের জন্য প্রস্তুতি পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকলেই মনোযোগের সাথে পড়ালেখায় অবিরাম পরিশ্রম ও অধ্যাবসায় চালিয়ে যাবে।
- কোন ছাত্র পরীক্ষায় অংশগ্রহণ না করলে ভর্তি বাতিল বা কর্তৃপক্ষের যেকোনো সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য থাকিবে।
- প্রতি বিভাগ থেকে মেধাতালিকায় উত্তীর্ণ ৩ জনকে পুরস্কার প্রদান করা হবে।
- পরীক্ষার ফী প্রদানের শেষ তারিখ 5ই নভেম্বর ২০২৫
সকল বিভাগের পরীক্ষার ফিসের তালিকা:
হিফজ বিভাগ ——-৪০০ টাকা
নাজেরা বিভাগ——–৩০০ টাকা
নুরাণী বিভাগ——— ২৫০ টাকা
- পরীক্ষা পরবর্তী ১৫ই নভেম্বর হইতে 20 ই নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত মাদরাসা বন্ধ থাকিবে 21 তারিখ শুক্রবার মাগরিবের পূর্বে মাদরাসায় হাজির হইতে হবে। অন্যথায় ১০০ টাকা হারে জরিমানা দিতে বাধ্য থাকিবে ।
- প্রতিযগিতা ও খতমি বিভাগের ছাত্রদের পরীক্ষা পরবর্তী ছুটি স্থগিত থাকিবে ।
আদেশক্রমে
পরিচালক মুফতি মুহাঃ মুদ্দাচ্ছির হুসাইন
মুহাম্মাদ আব্দুল্লাহ (নাজিমে তালিমাত)