দ্বিতীয় সাময়িক পরীক্ষার নোটিশ ভিআইপি শাখ

এতদ্বারা, অত্র মাদরাসার ছাত্রদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, চলতি শিক্ষাবর্ষ ১৪৪৬-৪৭ হিজরি/ ২০২৫-২৬ ইং এর দ্বিতীয় সাময়িক পরীক্ষা নিম্নে তারিখ অনুযায়ী অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ্ !

 

  • পরীক্ষা 12 ইং নভেম্বর বুধবার থেকে শুরু হয়ে, 13 ইং নভেম্বর বৃহঃবার পর্যন্ত চলবে ইনশাআল্লাহ
  • সকল প্রকার পাওনাদি ও পরীক্ষার ফি পরিশোধ করে, উস্তাদ থেকে প্রবেশ পত্র সংগ্রহ করতে হবে।
  • সকল অভিভাবক বৃন্দকে বেতন সহ সকল পাওনাদি পরিশোধ করার জন্য তাগিদ জানানো যাচ্ছে।
  • পরীক্ষায় ভালো ফলাফলের জন্য প্রস্তুতি পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকলেই মনোযোগের সাথে পড়ালেখায় অবিরাম পরিশ্রম ও অধ্যাবসায় চালিয়ে যাবে।
  • কোন ছাত্র পরীক্ষায় অংশগ্রহণ না করলে ভর্তি বাতিল বা কর্তৃপক্ষের যেকোনো সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য থাকিবে।
  • প্রতি বিভাগ থেকে মেধাতালিকায় উত্তীর্ণ ৩ জনকে পুরস্কার প্রদান করা হবে।
  • পরীক্ষার ফী প্রদানের শেষ তারিখ 5ইং নভেম্বর 2025
  • পরীক্ষার ফি ——-৫০০ টাকা।

বিঃ দ্রঃ   পরীক্ষা সমাপ্তির পর নির্ধারিত ছুটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষনা করা হলো।

 

আদেশক্রমে

 

পরিচালক                                                            মুফতি মুহাঃ মুদ্দাচ্ছির হুসাইন

মুহাম্মাদ আব্দুল্লাহ                                                       (নাজিমে তালিমাত